মানসম্মত শিক্ষার অভাবে দেশে বেকারত্মের হার বাড়ছে

- আপডেট সময় : ০৮:১৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬৩০ বার পড়া হয়েছে
মানসম্মত শিক্ষার অভাবে দেশে বেকারত্মের হার বাড়ছে বলে জানিয়েছেন সিপিডির ফেলো ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। বর্তমান শিক্ষা ব্যবস্থায় কাঙ্খিত কর্মসংস্থান সৃষ্টির সুযোগ নেই জানিয়ে, শিক্ষা ব্যবস্থার গুনগত পরিবর্তন করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে ১৭তম জাতীয় যুব সম্মেলনে এসব কথা বলেন ড. দেবপ্রিয়। অদম্য তারুণ্য, টেকসই উন্নয়ন প্রতিপাদ্যে এই সম্মেলনের আয়োজন করে ইয়ুথ এন্ডিং হাঙ্গার নামের একটি সামাজিক সংগঠন। সম্মেলনে ‘দি হাঙ্গার প্রজেক্ট’-এর কান্ট্রি ডিরেক্টর বদিউল আলম মজুমদার- দেশের তরুণ সমাজকে আগামীর বাংলাদেশ উল্লেখ করে বলেন, এই প্রজন্মকে কাজে লাগাতে পারলে বাঙালি জাতি বিশ্বের বুকে মাথা উচু করে দাড়াতে পারবে। তরুণদের জন্য মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে সরকারের প্রতি আহ্বানও জানান বদিউল আলম মজুমদার।