মানসম্মত শিক্ষার অভাবে দেশে বেকারত্বের হার বাড়ছে
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০২:২৬:১৩ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০
 - / ১৫৮০ বার পড়া হয়েছে
 
মানসম্মত শিক্ষার অভাবে দেশে বেকারত্বের হার বাড়ছে বলে জানিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। বর্তমান শিক্ষা ব্যবস্থায় কাঙ্ক্ষিত কর্মসংস্থান সৃষ্টির সুযোগ নেই জানিয়ে শিক্ষা ব্যবস্থার গুণগত পরিবর্তন করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে ১৭তম জাতীয় যুব সম্মেলনে এসব কথা বলেন তিনি। অদম্য তারুণ্য, টেকসই উন্নয়ন প্রতিপাদ্যে এই সম্মেলনের আয়োজন করে ইয়ুথ এন্ডিং হাঙ্গার নামে একটি সামাজিক সংগঠন। সম্মেলনে হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর বদিউল আলম মজুমদার বলেন, নতুন প্রজন্মের নাগরিকদের কাজে লাগাতে পারলে বাঙালি জাতি বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াতে পারবে। তরুণদের জন্য মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।
																			
																		














