মানবিক সহায়তায় জাপান সবসময় বাংলাদেশের পাশে আছে : জাপানের রাষ্ট্রদূত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
মানবিক সহায়তায় জাপান সবসময় বাংলাদেশের পাশে আছে বলে জানিয়েছেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।
দুপুরে কক্সবাজারের উখিয়ায় স্থানীয় বাসিন্দা ও শরনার্থী রোগীদের পরিবহন এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপকে তিনটি আধুনিক অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। উখিয়ার বালুখালী ফ্রেন্ডশিপ হাসপাতালে আয়োজিত অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক মামুনুর রশিদ, অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সামসুদ্দৌজা নয়ন, ফ্রেন্ডশিপের আইন ও অর্থ বিভাগের প্রধান মুহাম্মদ শামীম রেজাসহ জাপান দূতাবাস এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কর্মকর্তারা বক্তব্য দেন। পরে, আনুষ্ঠানিকভাবে তিনটি অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন জাপানের রাষ্ট্রদূত।