মানবাধিকার লঙ্ঘন রাজনৈতিক অপপ্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে
- আপডেট সময় : ০১:২১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
- / ১৬০৪ বার পড়া হয়েছে
ঢাকায় সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান ররি মুনগোবেনের সাথে বৈঠক করেছে আওয়ামী লীগের প্রতিনিধিদল।
বৈঠকে মানবাধিকার লঙ্ঘনকে রাজনৈতিক অপপ্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে আওয়ামী লীগ। জবাবে জাতিসংঘের প্রতিনিধি দল জানায়, পৃথিবীর সব দেশে মানবাধিকার নিয়ে অনেক সমস্যা আছে। বাংলাদেশের সমস্যা সমাধানে তারা কাজ করতে চায়। তবে, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশের প্রশংসা করে জাতিসংঘের প্রতিনিধি দল।এসময় মানবাধিকার নিয়ে প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষতা যাচাইয়ের আহবান জানায় আওয়ামী লীগ। সকালে ঢাকায় সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান ররি মুনগোবেনের সাথে বৈঠক করেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।















