মাছ ধরার সময় সুন্দরবনের গহীনে অভয়ারন্য এলাকায় ৬ জেলেকে আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:১৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
- / ১৭৬৩ বার পড়া হয়েছে
মাছ ধরার সময় সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গহীনে অভয়ারন্য এলাকায় ৬ জেলেকে আটক করেছে বন বিভাগ।
সুন্দরবনে অভয়ারন্য এলাকা থেকে স্মার্ট পেট্রল টিমের প্রধান নাসির উদ্দীনের নেতৃত্বে জেলেদের আটক করা হয়।সাতক্ষীরা সহকারি বন সংরক্ষক এমএ হাসান জানান, সুন্দরবন নিরাপত্তা টহল দেয়ার সময় স্মার্ট পেট্রল টিমের সদস্যরা অভয়ারণ্য এলাকা থেকে একটি ট্রলার, জাল ও ২ মণ মাছসহ জেলেদের আটক করে। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে। আটক জেলেরা হলো, মিনহাদুল ইসলাম,নাজিম শেখ, হিরাদ মৃধা,বাকি বিল্লাহ,আব্দুর রাজ্জাক ও রবিউল ইসলাম।