মাইগ্রেশনসহ বিভিন্ন দাবিতে রংপুর নর্দান মেডিকেলের শিক্ষার্থীরা আজও বিক্ষোভ সমাবেশ করছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
মাইগ্রেশনসহ বিভিন্ন দাবিতে রংপুর নর্দান মেডিকেলের শিক্ষার্থীরা আজও বিক্ষোভ সমাবেশ করছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন তারা।
২০১৩ সালের পর থেকে বিএমডিসির অনুমোদন না থাকায় বিদেশী শিক্ষার্থীসহ প্রায় আড়াইশ শিক্ষার্থীর ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়ে। এছাড়াও কলেজটিতে হাসপাতাল না থাকা, শিক্ষক সংখ্যাও কম হওয়ায় ইন্টার্নশিপ করতে পারছেন না শিক্ষার্থীরা। এঅবস্থায় অন্য মেডিকেলে মাইগ্রেশনের জন্য আন্দোলন শুরু করে তারা। সোমবার কলেজের চেয়ারম্যান তাসকিনুর রহমান এবং অধ্যক্ষ ডা.খলিলুর রহমানকে নগরীর একটি রেষ্ট হাউজে অবরোধ করে রাখলেও তারা আলোচনায় বসেনি। তাই মূল কাগজপত্র প্রদানসহ অন্য মেডিকেল কলেজে মাইগ্রেশন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান শিক্ষার্থীরা।