মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় আনোয়ার মিয়া নামে এক ট্রাক্টর হেলপার নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় আনোয়ার মিয়া নামে এক ট্রাক্টর হেলপার নিহত হয়েছে।
সকালে ঢাকাগামী কাভার্ড ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা রডভর্তি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক্টরের হেলপার ছিটকে পড়ে কাভার্ডভ্যানের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় ট্রাক্টর চালক ইয়াসিন। ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।