মহাপরিচালকের পদত্যাগ স্বাস্থ্য অধিদপ্তরকে ঢেলে সাজাতে ইতিবাচক ভূমিকা রাখবে :তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০০:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
- / ১৬৭৯ বার পড়া হয়েছে
মহাপরিচালকের পদত্যাগ স্বাস্থ্য অধিদপ্তরকে ঢেলে সাজাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য অধিদপ্তর নিয়ে জনমনে যে অসন্তুষ্টি তৈরি হয়েছিল, তা এতে কিছুটা দূর হবে। বন্যা নিয়ে বিএনপিনেতাদের বিরূপ মন্তব্যের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, অবান্তর কথা বলা বিএনপি’র অভ্যাসে পরিণত হয়েছে। এই অভ্যাস ত্যাগ করে বন্যার্তদের পাশে দাঁড়ালে জনগণ উপকৃত হবে। ড. হাছান মাহমুদ আরো বলেন, ভবিষ্যতে মহামারি মোকাবিলায় যাতে মানুষ এবারের মতো অসহায় হয়ে না পড়ে সেজন্য প্রস্তুতি নিতে হবে ।























