মহানবীকে নিয়ে কটূক্তি করায় আরব বিশ্বের সঙ্গে ভারতের সম্পর্কে তিক্ততার সৃষ্টি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
- / ১৬৪৫ বার পড়া হয়েছে
মহানবীকে নিয়ে কটূক্তি করায় আরব বিশ্বের সঙ্গে ভারতের সম্পর্কে তিক্ততার সৃষ্টি হয়েছে। কিন্তু, এসবে পাত্তা না দিয়ে উল্টো ওআইসির কড়া সমালোচনা করেছে দিল্লি।
ভারতে ক্ষমতাসীন বিজেপির দুই মুখপাত্রের মন্তব্যের জেরে মুসলিম দেশগুলোর প্রতিক্রিয়াকে ‘অবাঞ্ছিত’ ও ‘সংকীর্ণ মন’ বলে প্রত্যাখ্যান করেছে ভারত।ইসলাম ধর্ম ও মহানবীকে নিয়ে বিরূপ মন্তব্য করায় বিজেপির ওই দুই মুখপাত্রকে ইতোমধ্যেই বরখাস্ত করা হয়েছে। ওআইসি এক বিবৃতিতে দুই মুখপাত্র নূপুর শর্মা ও নবীন জিন্দালের মন্তব্যের নিন্দা জানিয়েছে। তারা বলছে, ইসলামের প্রতি তীব্র ঘৃণা, অপব্যবহার ও ভারতে মুসলমানদের বিরুদ্ধে পদ্ধতিগত চর্চার কারণে এমনটা ঘটেছে। জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, ভারত ‘ওআইসি সচিবালয়ের অযৌক্তিক এবং সংকীর্ণমনা মন্তব্যকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে।