মহাখালীতে পিলারের সাথে ধাক্কা লেগে প্রাইভেট কারে থাকা দু’জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
ঢাকার মহাখালী ফ্লাইওভারের একটি পিলারের সাথে ধাক্কা লেগে প্রাইভেট কারে থাকা দু’জন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ওই গাড়ির অন্য এক যাত্রী সম্মিলিত সামরিক হাসপাতাল- সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।
আজ ভোরে দুর্ঘটনাটি ঘটে। কাফরুল থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান জানান, নিহত দু’জন হলেন উমার আয়মান ও ফাহিম আহমাদ রায়হান। উমার আয়মানের বাবা অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক আহমেদ। ফাহিমের বাবার নাম ইলিয়াস আহমেদ। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। মরদেহ দুটি সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।