মশা নিবারণের জন্য পৃথক সংস্থা গঠনের পরামর্শ বিশেষজ্ঞদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
- / ১৬২৬ বার পড়া হয়েছে
মশা নিবারণের জন্য একটি কেন্দ্রীয় সংস্থা গঠন জরুরি হয়ে পড়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মশা ও মশাবাহিত রোগ প্রতিরোধে এখন পর্যন্ত নীতিমালা তৈরি করতে না পারাটা দুঃখজনক। সকালে ঢাকার সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত সেমিনারে একথা বলেন,বক্তারা। এ ব্যাপারে রাজনৈতিক অংগীকার জরুরি বলেও মত দেন তারা।
দিন দিন রাজধানীসহ সারাদেশে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। এমন বাস্তবতায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে ডেঙ্গু নিয়ন্ত্রণে করনীয় নিয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এই সেমিনার আয়োজন করে। এতে বক্তারা বলেন, মশা নিবারনে একটি কেন্দ্রীয় সংস্থা জরুরি।
স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অধীনে মশক নিবারনী দপ্তরগুলো নিস্ক্রিয় হয়ে আছে বলে অভিযোগ করেন বক্তারা।
এবছর মফস্বলেও ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। সবাইকে সচেতন হওয়ারও আহবান জানান, বিশেষজ্ঞরা।

















