ময়মনসিংহে বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ সাতজন গ্রেপ্তার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
- / ১৮৪৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহে বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ সাতজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঁচজনই রোহিঙ্গা নাগরিক। জব্দ করা হয় ৭ হাজার পিস ইয়াবা।
এছাড়া ৩৪ বোতল বিদেশী মদ এবং ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক মো. খন্দকার নাজিমউদ্দিন বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। এ বিষয়ে দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক একে এম শওকত ইসলাম বলেন, গত শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার চরকালীবাড়ী থেকে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।























