মমতা ব্যানার্জিকে তলব করেছে মুম্বাইয়ের নিম্ন আদালত

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তলব করেছে মুম্বাইয়ের নিম্ন আদালত। গত বছর মুম্বাই সফরে জাতীয় সংগীত অবমাননার অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন এক বিজেপি নেতা। বুধবার মুম্বাইয়ের মাঝগাঁওয়ের নগর দায়রা আদালত মমতার বিরুদ্ধে সমন জারি করে।
সেই অভিযোগের ভিত্তিতেই আগামী ২ মার্চ মমতাকে আদালতে হাজিরা দেয়ার নির্দেশ দিয়েছে মুম্বাইয়ের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। গত বছর একটি আলোচনা সভায় অংশ নেন মমতা। সেখানেই মমতার বিরুদ্ধে জাতীয় সংগীত অবমাননার অভিযোগ তোলেন স্থানীয় এক বিজেপি নেতা। মমতা বসেই জাতীয় সংগীত গান এবং শেষ করার আগেই ‘জয় মহারাষ্ট্র’ স্লোগান দেন বলে অভিযোগ করেন তিনি।