মন্টিনিগ্রোতে এক বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
- / ১৬১৪ বার পড়া হয়েছে
সাবেক যুগোশ্লাভ প্রদেশ- মন্টিনিগ্রোতে এক বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। রাজধানী পডগোরিকার অদূরে কেন্দ্রীয় শহর সেটিনজেতে এই গুলির ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমের রিপোর্টে বলা হয়, এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। জানা গেছে, সন্দেহভাজন বন্দুকধারী পারিবারিক কলহে জড়িত ছিলেন। ঘটনার সময় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের পাল্টা গুলিতে তিনি নিহত হন। স্থানীয়রা জানান, হামলাকারী নিজে গুলিবিদ্ধ হওয়ার আগে আশেপাশের পথচারীদের ওপর এলোপাতাড়ি গুলি চালান। এই মর্মান্তিক ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রী দ্রিতান আবজোভিচ তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।