ভেড়ামারায় কৃষক হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদন্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৩:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৬১৯ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় এক কৃষক হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদন্ডসহ দুইজনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং অর্থদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক আশরাফুল ইসলাম ও আসামীর উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৯ মে সকাল ১০ টায় জমিজমা সংক্রান্ত দ্বন্দের জেরে ভেড়ামারা উপজেলার ফকিরাবাদ গ্রামের কৃষক রজব আলীকে বাড়ির পাশের জমির সীমানা মাপের সময় ধারালো অস্ত্রের আঘাতে উপর্যুপরি কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এ ঘটনায় নিহতের ভাই ইদবার মন্ডল হত্যাকান্ডে জড়িত সন্দেহে ফারুক হোসেন ও তার দুই পুত্রসহ ৬জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।