ভেঙে গেল লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৮:২১ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
- / ১৬০৯ বার পড়া হয়েছে
ভেঙে গেল বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি। সকালে জাতীয় প্রেস ক্লাবে দলটির পদবঞ্চিত নেতারা সংবাদ সম্মেলন করে অলি আহমেদ এবং রেদোয়ান আহমেদ কমিটির বিপরীতে পাল্টা সাত সদস্যের একটি সমন্বয় কমিটি ঘোষণা করেন।
এলডিপির সাবেক সিনিয়র যুগ্ম-মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এই কমিটি ঘোষণা করেন। সমন্বয় কমিটির সভাপতি হিসেবে আবদুল করিম আব্বাসী নাম ঘোষণা করা হয় এবং সদস্য সচিব হন সেলিম নিজেই। ৯ নভেম্বর অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদকে সভাপতি এবং ড. রেদোয়ান আহমেদকে মহাসচিব করে এলডিপির নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে বাদ পড়েন দলটির প্রভাবশালী সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। তারপর থেকেই মূলত দলটিতে ভাঙন সৃষ্টি হয়; যা এখন চূড়ান্ত রূপ পেল।