ভিসির পদত্যাগের দাবিতে শাবিপ্রবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা
- আপডেট সময় : ০২:৪৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
- / ১৬৩২ বার পড়া হয়েছে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আমরণ অনশন চলছে।
বুধবার দুপুর থেকে আমরণ অনশনে নামেন তারা। ২৪ জন শিক্ষার্থী অনশন শুরু করেছে। এর মধ্যে ১৫ জন ছাত্র ও ৯ জন ছাত্রী। অন্যান্য দিনের মতো ক্যাম্পাসে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
এদিকে, শাবিতে আন্দোলন চালিয়ে যেতে খাদ্য সহায়তা করছেন সাবেক শিক্ষার্থীরা। প্রশাসনের নির্দেশে হল-ক্যান্টিন বন্ধ থাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা থাকা-খাওয়া নিয়ে বিপাকে পড়েছেন। আন্দোলন শুরু হওয়ার পর থেকে প্রতিদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ফটকের পাশের দোকানপাট বন্ধ করে দেয় পুলিশ। উপায় না পেয়ে নিজেদের উদ্যোগে ১ হাজার ২শ’ শিক্ষার্থীর জন্য রান্না করা হয়েছে খাবার।
১৬ জানুয়ারী থেকে বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলের প্রভোস্ট প্রত্যাহারসহ তিন দফা দাবিতে শুরু হয় ছাত্রীদের আন্দোলন। পরে সেই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা যোগ দেন। উপাচার্যকে অবরুদ্ধ করে রাখার ঘটনাও ঘটে। পুলিশী হামলার পর দাবিতে যোগ হয় ভিসির পদত্যাগের ইস্যু
এদিকে, শাবিপ্রবির আন্দোলনেকে সমর্থন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সকালে রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশে করে সংগঠনটি। ছাত্রদল সভাপতি অভিযোগ করেন, যৌক্তিক দাবিতে আন্দোলনের সময় শাবিপ্রবির শিক্ষার্থীদের ওপর পুলিশ হামলা করে। গুলি চালালে অনেক শিক্ষার্থী আহত হয়। মামলাও করা হয় অনেকের বিরুদ্ধে । অবিলম্বে মামলা প্রত্যাহার এবং উপাচার্যের পদত্যাগের দাবি জানান তারা। দাবী মানা না হলে সরকারের পদত্যাগের দাবিতে সারাদেশে কঠোর আন্দোলনের ঘোষণা দেন দলে কেন্দ্রীয় নেতার।




















