ভালুকায় পিকআপের চাপায় এক পোশাক শ্রমিকের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৮:৪১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকায় পিকআপের চাপায় শরীফুল নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
গেলো রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তিনি মারা যায়। পুলিশ জানান, রোববার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জামিরদিয়া এলাকায় স্থানীয় পি.এ নীট গার্মেন্টসের শ্রমিক শরীফুলকে একটি পিকআপ চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। মৃত শরীফুল ত্রিশাল উপজেলার বর্মা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।