ভারত-পাকিস্তান সীমান্তবর্তী সিয়াচেনে বরফ ধ্বসে ভারতীয় চার সেনার মৃত্যু
- আপডেট সময় : ০৭:২৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
- / ১৬৪৮ বার পড়া হয়েছে
ভারত-পাকিস্তান সীমান্তবর্তী সিয়াচেনে বরফ ধ্বসে ভারতীয় চার সেনার মৃত্যু হয়েছে। এনডিটিভি জানায়, দুর্ঘটনায় দুই সীমান্ত রক্ষীও প্রাণ হারিয়েছেন।
সোমবার দুপুরে হিমবাহের উত্তরাংশে বরফ ধ্বসের ঘটনা ঘটলে টহলে থাকা সেনাবাহিনীর সদস্যরা চাপা পড়েন। ঘটনার পরপরই ভারতীয় সেনাবাহিনী তল্লাশি অভিযানে নামে। সমতল থেকে প্রায় ১৯ হাজার ফুট উপরে উদ্ধার অভিযানে এ পর্যন্ত ৬ জনের মরদেহ পাওয়া গেছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। দেশটির প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, উদ্ধার হওয়া বাকি ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। হেলিকপ্টারে করে তাদের সেনা হাসপাতালে নেয়া হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দুর্ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন। কারাকোরাম পর্বতমালার ২০ হাজার ফুট উঁচুতে সিয়াচেন হিমবাহ অবস্থিত। এই হিমবাহে তুষারপাত এবং বরফ ধ্বস খুবই স্বাভাবিক ব্যাপার। শীতকালে সেখানে তাপমাত্রা ৬০ ডিগ্রি সেলসিয়াস মাইনাসে নেমে যায়।



















