ভারত থেকে আগত ১১ পাসপোর্টধারী যাত্রী চুয়াডাঙ্গায় কোয়ারেন্টাইন শেষে বাড়ি ফিরে ফিরেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫২:০২ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
ভারত থেকে আগত ১১ পাসপোর্টধারী যাত্রী চুয়াডাঙ্গায় কোয়ারেন্টাইন শেষে বাড়ি ফিরে ফিরেছে।
সকাল ১০টায় চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউটে এক আনুষ্ঠানিকভাবে তাদেরকে বিদায় জানানো হয়। এ সময় তাদেরকে করোনা নেগেটিভ সনদ, কোয়ারেন্টাইন সনদ ও ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মারুফ হাসানসহ অনেকে। ১৭ মে থেকে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে আটকা পড়া বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রীদের আনা শুরু করে সরকার। ওই দিন এ চেকপোস্ট দিয়ে ১১ জন দেশে ফেরে। ১৪ দিন কোয়ারেন্টাইন সম্পন্ন হওয়ায় আজ তারা বাড়ি ফিরছেন।





















