ভারতে সংখ্যালঘুদের নিয়ে প্রতিবেদন করায় সাংবাদিককে আক্রমণ
- আপডেট সময় : ০২:৪৫:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬১৮ বার পড়া হয়েছে
ভারতের সংখ্যালঘু মুসলিমদের নিয়ে প্রতিবেদন করায় নারী সাংবাদিক রানা আইয়ুবকে ইন্টারনেটে ‘নারীবিদ্বেষী ও সাম্প্রদায়িক’ বলে আক্রমণ করা হচ্ছে। এতে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা। এক বিবৃতিতে এসব হয়রানির ঘটনা তদন্তের জন্য ভারতীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দল ভারতীয় জনতা পার্টির হিন্দু জাতীয়তাবাদী মতাদর্শের কঠোর সমালোচক এই সাংবাদিক। ২০০২ সালে গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনায় সংশ্লিষ্টতার জন্য রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিযুক্ত করে একটি বইও লিখেছেন তিনি। সম্প্রতি কর্ণাটক রাজ্যে স্কুল ও কলেজে হিজাব নিষিদ্ধের সমালোচনা করে নিবন্ধ লিখেছেন তিনি। এসব কারণে ভারতীয় কর্তৃপক্ষ আইনগতভাবে তাকে হয়রানি করছে বলে অভিযোগ করে জাতিসংঘ। চলতি সপ্তাহে রানা আইয়ুবকে নিয়ে একটি নিবন্ধ প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট।


























