ভারতে কংগ্রেসের সভাপতি পদ নিয়ে ধোঁয়াশা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
- / ১৬২৫ বার পড়া হয়েছে
ভারতে কংগ্রেসের সভাপতি পদ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। দলটির সভাপতি পদে নির্বাচনে প্রার্থী হবেন না বলে জানিয়েছেন রাহুল গান্ধী। অন্যদিকে, সোনিয়া গান্ধীও স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পুণরায় দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছেন।
গান্ধী পরিবারের বাইরে নতুন কেউ দলটির সভাপতি হতে চলেছেন কি না, তা নিয়ে ভারতের রাজনীতিতে এখন আলোচনা তুঙ্গে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে ভরাডুবির পর ভারতীয় কংগ্রেসের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন রাহুল গান্ধী। এরপর থেকে নিজের সিদ্ধান্তে অটল রয়েছেন তিনি। প্রতিবার কংগ্রেস সদস্যদের আবেদন প্রত্যাখ্যান করে দলের প্রধান প্রচারক হিসেবেই দায়িত্ব পালন করছেন রাহুল। আর কংগ্রেসের নেত্বত্ব সামলাচ্ছেন তার মা সোনিয়া গান্ধী। ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় সভাপতি কে হবেন, এ নিয়ে জোর আলোচনা চলছে দলটির মধ্যে।

















