ভারতে ইসরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের পর দিল্লির বিমানবন্দর ও সরকারি ভবনে সতর্কতা জারি

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩০:৫০ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
ভারতে ইসরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের পর দিল্লির বিমানবন্দর ও সরকারি ভবনে সতর্কতা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের সব কূটনীতিক নিরাপদ রয়েছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
শুক্রবার সন্ধ্যায় ভারতের রাজধানী দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি। বিস্ফোরণে কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তাদের ধারণা, রাস্তার পাশে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ দিয়েই এই বিস্ফোরণ ঘটানো হয়। কে বা কারা এ্ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করছে দিল্লি পুলিশ। এ ঘটনার পর ইসরায়েলি দূতাবাসের বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ঘটনাস্থলের মাত্র দুই কিলোমিটারের মধ্যে ‘বিটিং দ্য রিট্রিট’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।