ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী মারা গেছেন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী মারা গেছেন। করোনা আক্রান্ত হয়ে দিল্লীর সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বেশ ক’দিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন ৮৪ বছর বয়সী সাবেক এই রাষ্ট্রপতি। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। দিল্লির সেনা হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ফুসফুসে সংক্রমণের ফলে তার সেপটিক শক দেখা দেয়। গত ৯ আগস্ট টয়লেটে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। পরের দিন তাকে দিল্লি ক্যান্টনমেন্টের সেনা হাসপাতালে ভর্তি করা হয়। সেদিনই তার মাথায় অস্ত্রোপচার হয়। এর আগে পরীক্ষায় তার করোনা ধরা পড়ে। সেই থেকে হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি। এদিকে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।