ভারতের প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শেষ পর্যায়ে

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
- / ১৫৮০ বার পড়া হয়েছে
ভারতের প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শেষ পর্যায়ে। আজ ভোটগণনার মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে। গত সোমবার প্রেসিডেন্ট পদে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
ভারতের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে রয়েছেন দেশটির বিরোধী দলগুলোর প্রার্থী যশবন্ত সিনহা এবং বিজেপি প্রার্থী দ্রৌপদী মুর্মু। বিকেলের মধ্যেই ভারতের ১৫তম প্রেসিডেন্টের নাম জানা যাবে। গত ১৬ জুন প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল প্রকাশ করা হয়। গত সোমবার ভারতের পার্লামেন্ট ও সব রাজ্য বিধানসভায় ভোট গ্রহণ হয়। দেশের পরবর্তী প্রেসিডেন্টকে বেছে নিতে ভারতের সাড়ে ৪ হাজারেরও বেশি সংসদ সদস্য ও বিধায়ক ভোট দেন।আজ নাম ঘোষণার পর ২৫ জুলাই শপথ গ্রহণ করবেন ভারতের নতুন প্রেসিডেন্ট।