ভারতের প্রতিরক্ষা প্রধান ও তার স্ত্রীসহ ১৩ জন হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৫:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াত ও তার স্ত্রী হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে তামিল নাড়ুর নীলগিরি পাহাড়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
এসময় হেলিকপ্টারে থাকা প্রতিরক্ষা বাহিনী প্রধান বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকাসহ ১৩ জন নিহত হন। হেলিকপ্টারে ওই সময় প্রতিরক্ষা সহকারীসহ কয়েকজন কর্মী, নিরাপত্তা কমান্ডো এবং বিমান বাহিনীর কর্মকর্তারা ছিলেন। এঘটনায় ১৪ আরোহীর ১৩ জনই নিহত হয়েছেন। আহত একজন গুরুতর দগ্ধ অবস্থা চিকিৎসাধীন আছেন। স্থানীয় সময় ১২টা ৪০ মিনিট নাগাদ কন্নড়ের গভীর জঙ্গলের ভেতর ভেঙে পড়ে সেনাবাহিনীর এমআই-সেভেনটিন হেলিকপ্টার। সাথে সাথেই আগুন ধরে যায় তাতে। ফায়ার সার্ভিসের কর্মীরা ছাড়াও উদ্ধারকাজে অংশ নেয় বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স। তবে ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি