ভারতের ঝাড়খন্ডে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন নিহত হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
ভারতের ঝাড়খন্ডে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন নিহত হয়েছে। আহত ২৬ জন। বুধবার জেলার গোবিন্দপুর-সাহিবগঞ্জ রাজ্য সড়কে দুর্ঘটনার সময় বাসটিতে ৪০ জন যাত্রী ছিলেন।
দেওঘর জেলার জশিডি থেকে সাহিবগঞ্জের বারহরওয়ায় যাওয়ার পথে দুর্ঘটনা হয়। বিপরীত দিক থেকে আসা ট্রাকটি গ্যাসের সিলিন্ডার বহন করছিলো। সংঘর্ষের পর বাসের ভেতরে বেশ কিছু যাত্রী আটকে পড়ে। পরে বাস কেটে তাঁদের উদ্ধার করা হয়। তবে দুর্ঘটনায় ট্রাকে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়নি। পুলিশ জানায়, এলাকাটিতে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। নিহত ব্যক্তিদের পরিবারের পাশাপাশি আহত ব্যক্তিদের জন্যও আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার।



















