ভারতের ঝাড়খণ্ডে মধ্যরাতে ভয়াবহ বিস্ফোরণ
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০২:৪৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
- / ১৬০৪ বার পড়া হয়েছে
ভারতের ঝাড়খণ্ডে মধ্যরাতে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
মাওবাদীরা এ বিস্ফোরণ ঘটিয়েছে বলে ধারনা করছে পুলিশ।বুধবার রাত সাড়ে ১২টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে চরমপন্থি মাওবাদী গোষ্ঠীদের একাধিক পোস্টার পাওয়া যায়। গোষ্ঠীটির বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল বলে প্রাথমিক ধারণা পুলিশের। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে বাতিল করা হয়েছে বিভিন্ন রুটে ট্রেন চলাচল, একই সাথে পরিবর্তন করা হয়েছে আরো কিছু এক্সপ্রেস ট্রেনের রুট।

 
																			 
																		
























