ভারতীয় অভিনেতা মুকুল দেব আর নেই

- আপডেট সময় : ০৬:১৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- / ১৫৫২ বার পড়া হয়েছে
ভারতের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব নয়াদিল্লিতে ৫৪ বছর বয়সে পরলোকগমন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং মৃত্যুর সময় আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
মুকুল দেবের মৃত্যুর খবর তার ভাই, অভিনেতা রাহুল দেব নিশ্চিত করেছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তিনি শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেছেন এবং তার শেষকৃত্য আজ শনিবার ২৪ মে সন্ধ্যায় দিল্লির দয়ানন্দ মুক্তি ধামে সম্পন্ন হবে ।
তার ঘনিষ্ঠ বন্ধু ও সহ-অভিনেতা বিন্দু দারা সিং জানান, মুকুল দেব তার মায়ের মৃত্যুর পর গভীর বিষণ্নতায় ভুগছিলেন এবং নিজের স্বাস্থ্যের প্রতি অবহেলা করেছিলেন, যা তার মৃত্যুর অন্যতম কারণ হতে পারে ।
মুকুল দেব ১৯৯৬ সালে ‘দস্তক’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক করেন এবং ‘সন অফ সরদার’, ‘আর রাজকুমার’, ‘জয় হো’ সহ বহু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন । তিনি হিন্দি, পাঞ্জাবি, তেলেগু, কন্নড়, মালয়ালম ও বাংলা ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছেন ।
তার মৃত্যুতে বলিউডের অনেক তারকা, যেমন সোনু সুদ, মনোজ বাজপেয়ী ও বিন্দু দারা সিংসহ অনেকে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন ।
মুকুল দেবের হঠাৎ মৃত্যু ভারতীয় চলচ্চিত্র জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার অবদান ও স্মৃতি চিরকাল দর্শকদের মনে অম্লান হয়ে থাকবে।
_ডিজিটাল ডেস্ক