ভরাডুবি জেনেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় বিএনপি : ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৭:৩২:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জন্ম থেকেই বিএনপি প্রমান করেছে গণতন্ত্রের জন্য নয়, ষড়যন্ত্রের জন্যই তাদের রাজনীতি। সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এসময় ঢাকা-১৮ আসনের উপনির্বাচন নিয়ে বিএনপির বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নিজেদের ভরাডুবির কথা জেনেই বরাবরের মতো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এই অপপ্রয়াস চালাচ্ছে তারা।
বুধবার সকালে সরকারি বাসভবনে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিএনপিকে জয়ী হওয়ার নিশ্চয়তা দিলেই নির্বাচন কমিশন নিরপেক্ষ হবে ।
দেশের বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে কাজ করছে উল্লেখ করে বিএনপি মহসচিবের বিভিন্ন অভিযোগেরও জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
যে কোন বিষয়ে বিরোধীতা করাই বিএনপির একমাত্র রাজনৈতিক কৌশল বলেও মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।