বড় ধরনের যৌথ নৌ মহড়ায় অংশ নিচ্ছে রাশিয়া, চীন ও ইরান

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
বড় ধরনের যৌথ নৌ মহড়ায় অংশ নিচ্ছে রাশিয়া, চীন ও ইরান। আজ ভারত মহাসাগরে এই মহড়া শুরু হওয়ার কথা রয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ খবর প্রচার করছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ।
মহড়ার পরিকল্পনা সম্পর্কে ইরানের নৌ বাহিনীর কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল মোস্তফা তাজেদ্দিনি বলেন, ২০২২ সালের মেরিন সিকিউরিটি বেল্ট মহড়াটি ভারত মহাসাগরের উত্তর অংশে ১৭ হাজার বর্গ কিলোমিটার এলাকাজুড়ে অনুষ্ঠিত হবে। রিয়ার অ্যাডমিরাল মোস্তফা তাজেদ্দিনি বলেন, এই মহড়ার লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তা জোরদার করা, সামুদ্রিক সন্ত্রাসবাদ এবং জলদস্যুদের বিরুদ্ধে লড়াই, অনুসন্ধান ও উদ্ধার এলাকায় তথ্য বিনিময় এবং কৌশলগত অপারেশনের অভিজ্ঞতা শেয়ার করা।