ব্রিটেনে চলছে ৪ দিনের উৎসব
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২
- / ১৬১৬ বার পড়া হয়েছে
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে আরোহণের ৭০ বছর পূর্তিতে ব্রিটেনে চলছে ৪ দিনের উৎসব। প্লাটিনাম জুবলি উৎসবের প্রথম দিনের আনুষ্ঠানিকতা শুরু হয় সামরিক বাহিনীর ঐতিহ্যবাহী প্যারেড দিয়ে। এ উপলক্ষে বাকিংহাম প্যালেস প্রাঙ্গণে ভিড় করেন লাখো মানুষ।
উৎসবে রয়েছে মশাল প্রজ্বলনসহ অনেক আয়োজন। উৎসব দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা ভিড় জমিয়েছেন লন্ডনে। ৯৬ বছর বয়সী রানিকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন বিভিন্ন দেশের নেতারা। ১৯৫৩ সালের এই দিনে ব্রিটিশ রাজ পরিবারের দায়িত্ব নেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ক্ষমতায় আরোহণের ৭০ বছর উপলক্ষে ব্রিটেন জুড়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হয় তোপধ্বনির মাধ্যমে। এতে ১২’শ সৈন্য, ২’শ ঘোড়া ও সেনাবাহিনীর কয়েকশ বাদ্য-যন্ত্রশিল্পী অংশ নেন। আর ফ্লাইপাস্টের মাধ্যমে রানিকে সম্মান জানায় ব্রিটিশ রাজ বিমান বাহিনী।



























