ব্রিজে ভয়াবহ ফাটল, পরিত্যক্ত ঘোষণা মাগুরার মহম্মদপুর রাজাপুর গ্রামের একটি ব্রীজ

- আপডেট সময় : ০৫:৩৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
- / ১৭৯১ বার পড়া হয়েছে
পিলারে ফাটল দেখা দেয়ায় ৫ বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর গ্রামের একটি ব্রীজ। তারপরেও ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। দেবে গেছে ব্রীজের মাঝের অংশ। ভারী যানবাহন চলাচলে দুলতে থাকে সেতু। ব্রীজটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তবে এলাকাবাসী জানান, ব্রীজটি বন্ধ থাকায় ৭/৮ কিলোমিটার ঘুরে তাদের চলাচল করতে হয়।
কলমধারী গ্রামে নির্বিশখালী খালের উপর নব্বইয়ের দশকে নির্মিত ব্রীজটি ৭টি পিলারের উপর ভর করে দাড়িয়ে আছে।ব্রীজটির উপর দিয়ে প্রায় ৬টি ইউনিয়নের মানুষের জেলা সদর ও উপজেলার সাথে চলাচলের প্রধান সড়ক। কিন্তু ব্রীজটির একটি পিলারে ফাটল ধরায় ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করায় মানুষের দূর্ভোগ বেড়েছে। পিলার ভেঙ্গে যাওয়ায় ব্রীজের মাঝে ঢেবে গেছে। এছাড়া ভারী গাড়ী উঠলে ব্রীজ দোলে। কিন্তু এ পথে না আসলে আমাদের অনেক ঘুরে যেতে হয়। তাই জীবনের ঝুকি নিয়ে চলাচলে বাধ্য হচ্ছি। ব্রীজটিকে ঝুকিপূর্ণ ধোষনা করা হয়েছে। ভারী যানবাহন যাতে চলাচল করতে না পারে সে জন্য ব্রীজের উভয় পাশে মাটি ফেলে বন্ধ করা হয়েছে। ইতিমধ্যে প্রয়োজনীয় সমীক্ষা সম্পন্ন করা হয়েছে। প্রকল্প অনুমোদন হলে নির্মান কাজ শুরু হবে। দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে ভুক্তোভোগীদের।