ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লইসকা বিলে নৌকাডুবির ঘটনায় সর্বশেষ এক শিশুর লাশ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৭:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লইসকা বিলে নৌকাডুবির ঘটনায় সর্বশেষ এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২২ জনে।
রাতে কিশোরগঞ্জ থেকে আসা একটি ডুবুরি দল উদ্ধার কাজ শেষ করলে সকালে বিআইডব্লিউটি-এর ৪ সদস্যের আরেকটি ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। তবে আর কোন নিখোঁজের তথ্য না থাকায় উদ্ধার কাজ সমাপ্তি ঘোষণা করা হয়। ঘটনা তদন্তে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুহুল আমিনকে প্রধান করে ৩সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আটক করা হয়েছে চালকসহ ৩ জনকে। এদিকে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিজয়নগর থেকে সকল প্রকার ইঞ্জিনচালিত নৌযান চলাচল বন্ধ করেছে প্রশাসন।