ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
- / ২০৭০ বার পড়া হয়েছে
ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন যাত্রী এবং ২ জন ক্রুসহ ১৪ জন নিহত হয়েছেন। গতকাল দেশটির অ্যামাজনাস রাজ্যে এই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে। আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক বার্তাসংস্থা।
অবশ্য বিমানটিতে কতজন আরোহী ছিলেন বা বিধ্বস্ত হওয়ার কারণ কী, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে অ্যামাজনাসে রাজ্যের গভর্নর উইলসন লিমা, ‘শনিবার বার্সেলোসে বিমান দুর্ঘটনায় ১২ জন যাত্রী এবং দুই ক্রু সদস্যের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন। ব্রাজিলের কিছু সংবাদমাধ্যম জানায়, বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে মার্কিন নাগরিকও রয়েছে।