ব্রাজিলে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৭

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
ব্রাজিলের পেট্রোপলিস শহরে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৭ জনে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। রিও ডি জেনিরোর পর্যটন শহর- পেট্রোপলিসে প্রবল বৃষ্টির পর বন্যা ও ভূমিধস হয়।
মাটি ধসে এখনো কতজন মানুষ আটকা পড়ে আছে তা স্পষ্ট নয়। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের গভর্নর ক্লদিও কাস্ত্রো। দেশটিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এ পর্যন্ত ২৪ জনকে জীবিত উদ্ধার করেছে কর্মীরা। কাঁদায় চাপা পড়া জীবিত ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে অনুসন্ধান ও উদ্ধারকারী দলের সদস্যরা। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট ও বাড়িঘর।