ব্যবসায়ীদের কারসাজিতেই দ্রব্যমূল্যের উর্ধ্বগতি মন্তব্য শিল্পমন্ত্রীর

- আপডেট সময় : ০৭:০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
বাজার নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের একটি নীতি মালার মধ্যে আনা জরুরী বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন । তিনি বলেন, ব্যবসায়ীরা একটু বেশী সুযোগ নিচ্ছে, তবে সরকার বাজার নিয়ন্ত্রণে কাজ করছে । গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর এসব কথা বলেন শিল্পমন্ত্রী। পরে জেলার নির্মানাধীন সারের বাফার গোডাউন পরিদর্শন ও ফলক উন্মোচন করেন তিনি।
কত শত ছবি দেয়ালে বাঁধানো রয়েছে তবে ছবি গুলো শুধু ছবিই নয় সব ছবিগুলোই যেন জীবন্ত। রাজপথ থেকে শুরু করে পরিবার,সন্তানদের সাথে কাটানো স্মৃতিগুলো আজ ফ্রেমেবন্দী হয়ে রয়েছে। বলছি বঙ্গবন্ধুর কথা।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিল্পমন্ত্রী। এরপর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।
বৈশ্বিক মহামারীর পরেও দেশে পর্যাপ্ত সার মজুদ রয়েছে। ঘাটতি হওয়ার সুযোগ নেই বলে জানান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
ব্যবসায়ীদের নীতিমালার মধ্যে আনতে পারেনি সরকার স্বীকার করে শিল্পমন্ত্রী জানান, সার্বিকভাবে বাজার নিয়ন্ত্রণে কাজ চলছে ।
পরে, জেলার নির্মানাধীন সারের বাফার গোডাউন পরিদর্শন ও ফলক অনুষ্ঠানে চলমান প্রকল্পের কাজ অতি দ্রত শেষ করার আহ্বান জানান শিল্পমন্ত্রী।