বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বন্ধ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
পুর্ব ঘোষণা ছাড়াই বেনাপোল বন্দর দিয়ে বন্ধ হয়ে গেছে পেঁয়াজের আমদানি।
বেনাপোল বন্দর দিয়ে সকালের দিকে ৫০ মেঃ টন পেঁয়াজ ঢোকার পরপরই দেশের সবগুলো বন্দর দিয়ে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারতের পেঁয়াজ রফতানিকারকদের সংগঠন। বেনাপোলের ওপারে পেট্রাপোল রপ্তানিকারক সমিতির পক্ষে ব্যবসায়ী কার্তিক ঘোষ বলেন, আমদানি বানিজ্য শুরুর পর থেকে ২শ’ ৫০ ডলারে পেঁয়াজ আমদানি হয়ে আসছে ভারত। ভারতের নাসিকে বন্যার কারনে সেখানে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় পেঁয়াজের রফতানি কারকরা স্থানীয় বাজার দর হিসেবে ৭শ’ ৫০ ডলারের নিচে বাংলাদেশে পেঁয়াজ রফতানি না করার সিদ্ধান্ত নিয়েছে।