বেতন ভাতা বৃদ্ধির দাবিতে আর্জেন্টিনায় ব্যাপক বিক্ষোভ
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৪:৫০:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
বেতন ভাতা বৃদ্ধির দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে আর্জেন্টিনায়। রাজধানী বুয়েন্স আয়ার্সে রাজপথে নামে হাজারো জনতা।
এ সময় সাধারণ মানুষদের সাথে বিক্ষোভে যোগ দেয় বামপন্থি ও সরকার সমর্থিত বেশ কিছু দলও। বিক্ষোভকারীদের দাবি, দ্রব্যমূল্যের ক্রমাগত বৃদ্ধির কারণে জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে জনগণ।তাই ন্যুনতম মজুরি বৃদ্ধির দাবি জানান আন্দোলনকারীরা।
সম্প্রতি দেশটিতে চরম আকার ধারণ করেছে মূল্যস্ফীতি। বিশেষ করে বেড়েছে খাদ্যপণ্যের দাম। সম্প্রতি দেশটিতে চরম আকার ধারণ করেছে মূল্যস্ফীতি। বিশেষ করে বেড়েছে খাদ্যপণ্যের দাম। দেশটির রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা- আইএনডিইসি অনুসারে, চলতি বছরের এপ্রিলে খাদ্যদ্রব্যের দাম বেড়েছে ১০ শতাংশেরও বেশি।

 
																			 
																		
























