বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার রোগমুক্তিতে দেশের সকল পর্যায়ে দোয়া মাহফিল হচ্ছে

- আপডেট সময় : ০১:৫৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার রোগমুক্তি ও চলমান গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের রূহের মাগফিরাত কামনায় আজ দেশের সকল মহানগর-জেলা-উপজেলা ও থানা পর্যায়ে দোয়া মাহফিল হচ্ছে।
নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, খালেদা জিয়ার ইতিহাস হলো গণতন্ত্রের ইতিহাস। সারাজীবন গণতন্ত্র রক্ষা, পুনরুদ্ধার ও চর্চায় ব্যয় করেছেন তিনি। দেশের মানুষকে মুক্ত করতে এখনও লড়াই করে যাচ্ছেন। ফখরুল আরো বলেন, গণতন্ত্রের জন্যই ভয়াবহ ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলায় কারান্তরীন রেখেছেন খালেদা জিয়াকে। তাকে মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছে। যার কোনও ভিত্তি নেই। নির্যাতন, হত্যা করে অনির্বাচিত সরকার দেশের মানুষের সব আশা-আকাঙ্খা ধ্বংস করেছে। রাষ্ট্রযন্ত্র ব্যবহারের মাধ্যমে ত্রাস সৃষ্টি করে জোর করে বসে আছে ক্ষমতায়। প্রতিদিন দলের নেতা-কর্মীদের গ্রেফতার ও মিথ্যা মামলা দিচ্ছে। সরকারের পায়ের তলায় মাটি নেই, জনগণও তাদের সঙ্গে নেই। এসময় সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবিও জানান তিনি।