বিয়ের জন্য আয়োজিত হয় কুমারি মেয়েদের বিশেষ প্যারেড

- আপডেট সময় : ১১:৪৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
বিশ্বে রাজতন্ত্র শাসন অনেক আগেই উঠে গেছে। কিন্তু দক্ষিণ আফ্রিকার এই দেশটিতে এখনো রাজতন্ত্র কায়েম এবং সেখানকার রাজা প্রতি বছর একজন ‘কুমারি’ মেয়েকে বিয়েও করেন।
দক্ষিণ আফ্রিকা এবং মোজাম্বিকের সীমান্তে অবস্থিত ছোট্ট একটি দেশ ইসোয়াতিনি বা সোয়াজিল্যান্ডে এখনো রাজতন্ত্র রয়েছে। আর সেখানকার শাসনভারও থাকে রাজার হাতে। বর্তমানে বিশ্বের খুব কম দেশেই রাজতন্ত্র রয়েছে। থাকলেও প্রশাসনিক বা সাংবিধানিক ক্ষমতা প্রায় নেই বললেই চলে। সে দেশে এই বিয়ের জন্য আয়োজিত হয় কুমারি মেয়েদের বিশেষ প্যারেড। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ১৯৪০ সাল থেকে সে দেশে চলে আসছে এই নিয়ম। বিয়ের আগে মেয়েদের কুমারিত্ব বাঁচাতে এবং আরও বেশ কিছু কারণে এই নিয়ম চালু হয়েছিল। বর্তমানে সে দেশের রাজা কিং এমসাতি তৃতীয় । ১৯৮৬ সালে ১৮ বছর বয়সে রাজা হন তিনি। তারপর থেকে প্রতিবছরই একজন কুমারি মেয়েকে বিয়ে করছেন তিনি। এর মধ্যে তিনজন স্ত্রীকে ডিভোর্সও দিয়েছেন তিনি। ৩০-এরও বেশি সন্তান রয়েছে তার।