বিয়ানীবাজার গ্যাস কূপ থেকে নতুন করে গ্যাস উত্তোলন শুরু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
সিলেট গ্যাস ফিল্ডের বিয়ানীবাজার গ্যাস কূপ থেকে নতুন করে উত্তোলন শুরু হলো আজ। দেশে গ্যাসের চাহিদা পূরণে এবার পুরাতন কূপ থেকে নতুন করে গ্যাস উত্তোলনের উদ্যোগ নেয়া হয়েছে।
কর্তৃপক্ষ বলছে, আগামী ডিসেম্বরের মধ্যে ওয়ার্কওভার শেষ করে ৭ থেকে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে। এ ছাড়া দেশের অন্যান্য স্থানেও এ ধরনের কার্যক্রম শুরুর কথা জানান সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক। খনন কাজ শেষে প্রতিদিন ৭০ লাখ ঘনফুট গ্যাস উত্তোলনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু হয়েছে।