বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র ছাড়পত্র পেল মডার্নার করোনা ভ্যাক্সিন
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৮:৪২:৩২ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১
 - / ১৫৭৯ বার পড়া হয়েছে
 
জরুরি ব্যবহারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র ছাড়পত্র পেল মডার্নার করোনা ভ্যাক্সিন। বিশ্বের যে কোন দেশে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য শুক্রবার ভ্যাকসিনটি তালিকাভুক্ত করেছে ডব্লিউএইচও।
এ নিয়ে মোট ৫টি কোভিড টিকাকে জরুরি ব্যবহারের তালিকাভুক্ত করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির বিশেষজ্ঞ কমিটি বলছে, মডার্নার কোভিড টিকার কার্যকারিতা ৯৪ শতাংশ। তাই এটি জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স উদ্যোগের আওতায় দরিদ্র দেশগুলোতে টিকা সরবরাহের কাজ অপেক্ষাকৃত সহজ হবে। এর আগে চলতি সপ্তাহে মর্ডানা জানায়, ২০২২ সাল নাগাদ ৩শ’ কোটি ডোজ করোনার টিকা উৎপাদন করবে তারা।
																			
																		















