বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে কক্সবাজারে ব্যতিক্রমী রোড শো অনুষ্ঠিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে কক্সবাজারে ব্যতিক্রমী রোড শো অনুষ্ঠিত হয়েছে। ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশন অব কক্সবাজার এর উদ্যেগে এ রোড শো’র আয়োজন করা হয়।
সকালে সুগন্ধা পয়েন্ট থেকে ২০টি চাঁন্দের গাড়ি নিয়ে রোড’শো মেরিন ড্রাইভের হিমছড়ি, ইনানী হয়ে পাটোয়ারটেক পর্যন্ত যায়। বহরের মাধ্যমে ৩ শতাধিক পর্যটক বিনামূল্যে মেরিন ড্রাইভ ভ্রমণ করেন। শো উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান। সহকারী পুলিশ সুপার মিজানুজ্জামান চৌধুরী ও সংগঠনের নেতারাসহ বিভিন্ন শ্রেনী পেশার নেতারা বক্তব্য রাখেন। পরে হোটেল শৈবালে পর্যটন উন্নয়নে অংশীজনের ভূমিকা শীর্ষক সেমিনার ও টুয়াকের লোগো উন্মোচন করেন অতিথিরা।