বিশ্ব নদী দিবস আজ

- আপডেট সময় : ০৬:২২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৬২৮ বার পড়া হয়েছে
বাগেরহাট, নেত্রকোণা ও নাটোরসহ সারাদেশে বিশ্ব নদী দিবস উদযাপিত উপলক্ষে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে নেত্রকোণায় সকালে জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি রেলী বের হয়। এসময় জেলা প্রশাসক সম্মেলণ কক্ষে জেলা প্রশাসক অন্জনা খান মজলিশের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার হারুন-অর রশিদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সারোয়ার জাহানসহ আরো অনেকে।
নাটোরে বিশ্ব নদী দিবস এ উপলক্ষে সকালে কালেক্টরেট ভবন চত্বর থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে যায়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাগেরহাটের মোংলায় সুন্দরবন অঞ্চলের নদ-নদী দখল ও দূষণ থেকে রক্ষার দাবিতে কাগজের রঙ্গিন নৌকা ভাসিয়েছে শিশুরা। সকালে মোংলা নদীর মামার ঘাটে উপজেলা প্রশাসন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন- বাপা, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে এ কর্মসুচি পালিত হয়।