বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে লকডাউন তুলে দেয়া সরকারের একটি আত্মঘাতী সিদ্ধান্ত

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০১:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
- / ১৬৪৭ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে লকডাউন তুলে দেয়া সরকারের একটি আত্মঘাতী সিদ্ধান্ত।
দুপুরে রাজধানীর গুলশানে চেয়াপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি। টিকা নিয়ে বিএনপি নয় বরং আওয়ামী লীগ উল্টা অপরাজনীতির আশ্রয় নিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, করোনায় মানুষের জীবন বিপন্ন করায় সব দায়ভার সরকারকেই বহন করতে। সরকার ও সিটি কর্পোরেশনের ব্যর্থতার কারণে ডেঙ্গু পরিস্থিতিও ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। এছাড়া ১৫ আগস্টের ঘটনায় জিয়াউর রহমানকে জড়িয়ে আইনমনন্ত্রীর বক্তব্য রাজনৈতিক প্রতিহিংসামূলক বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।