বিরোধের জেরে ঝিনাইদহের শৈলকুপায় সাড়ে ৩ বিঘা জমির গাছ কেটেছে প্রতিপক্ষরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১২:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
- / ১৮০০ বার পড়া হয়েছে
বিরোধের জেরে ঝিনাইদহের শৈলকুপায় সাড়ে ৩ বিঘা জমির গাছ ও কলাগাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা।
পুলিশ জানায়, শ্রীরামপুর গ্রামের মৃত তাছের আলী বিশ্বাসের কেনা সাড়ে ৩ বিঘা জমি তার উত্তরসূরিরা ১৯৮১ সাল থেকে ব্যবহার করে আসছিল। হঠাৎ করেই গতকাল বিকেলে একই গ্রামের আবজাল মন্ডল, বাহাদুর মন্ডল, আজমত মন্ডলসহ তার লোকজন জমিটি নিজেদের দাবি করে গাছ কাটা শুরু করে। বড় বড় বেশ কয়েকটি মেহগনি, আম, ইপিলইপিল গাছ ও ৪০০ কলাগাছ কেটে ফেলে। এতে তাদের প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।