বিমান বাহিনীর একটি হেলিকপ্টার রেশন নিয়ে অবতরণকালে বিধ্বস্ত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৪:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০
- / ১৬৩২ বার পড়া হয়েছে
রাঙামাটির রাজস্থলী উপজেলার বান্দরবন সীমান্তবর্তী দুর্গম এলাকা- বলিপাড়া সেনাক্যাম্পে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার রেশন নিয়ে অবতরণকালে বিধ্বস্ত হয়েছে।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফজল আহমদ জানিয়েছেন, সকালে চট্টগ্রামের জহুরুল হক বিমান ঘাঁটি থেকে হেলিকপ্টারটি সেনাবাহিনীর রেশন নিয়ে বলিপাড়া ক্যাম্পে অবতরণের সময় পাখায় আগুন লাগে। পাইলট জরুরিভাবে হেলিকপ্টার অবতরণ করায়। এ সময় রেশন সামগ্রীসহ হেলিকপ্টারটি পুড়ে যায়। পাইলট ও কো-পাইলট আহত হয়েছেন। পরে আরেকটি হেলিকপ্টার এসে পাইলটদের উদ্ধার করে চট্টগ্রাম সামরিক হাসপাতালে নিয়ে যায়। রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর নিশ্চিত করে জানিয়েছেন, অবতরণকালে যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।