বিমান বন্দর স্টেশনে বিআরটি’র গার্ডার ধ্বস

- আপডেট সময় : ০৭:৪৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
ঢাকায় বাস রেপিড ট্রানজিট প্রকল্পের গার্ডার ভেঙ্গে পড়ে চীনের দুই কর্মীসহ গুরুতর আহত হয়েছেন প্রকল্পের চার শ্রমিক। সকালে বিমান বন্দর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের এভারকেয়ার ও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার সময় কর্মরত শ্রমিকদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিলো না। এদিকে এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বিআরটি’র ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম ।
গাজীপুর থেকে শাহজালাল বিমানবন্দর পর্যন্ত নির্মাণাধীন বাস রেপিড ট্রানজিট প্রকল্পের কাজ চলাকালে রোববার সকাল সাড়ে দশটায় হঠাৎ বিমান বন্দর রেল স্টেশনের সামনে লঞ্চিং গার্ডার ছিটকে পড়ে। এতে মারাত্মক আহত হন দুই চীনা কর্মীসহ চারজন।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় পদক্ষেপ নেন ফায়ার সার্ভিস কর্মীরা। পুরো ঘটনার বিস্তারিত তুলে ধরেন এই কর্মকর্তা।
নির্মাণাধীন এমন উড়াল প্রকল্পের কাজ অত্যন্ত ঝুকিপূর্ণ হলেও কর্মরত শ্রমিকদের নিরাপত্তায় ঘাটতি ছিলো বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাস রেপিড ট্রানজিট প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক- আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করার কথা জানান।
ঢাকার যানজট কমাতে ২০১২ সালে নেয়া ২০ কিলোমিটারের এই উড়ালপথ নির্মাণ প্রকল্পের কাজ ২০১৮ সালে বাস্তবে শুরু হলেও চলছে খুবই ধীর গতিতে। তবে আগামী বছরের জুনের মধ্যেই সব কাজ শেষ হবে বলে দাবি করেছে বিআরটি কর্তৃপক্ষ।