বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয়েছে প্রাক বড়দিন উৎসব

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
পাবনায় উৎসব মুখর পরিবেশে প্রাক বড়দিন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে পাবনা ব্যাপ্টিষ্ট চার্চে উৎসব মুখর পরিবেশে খ্রীস্ট ধর্মাবলম্বীরা এই প্রাক বড়দিন অনুষ্ঠান আয়োজন করেন। অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠানের মূল আকর্ষণ সান্টাক্লজ শিশুদের জন্য চকলেটসহ বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে আসেন। এছাড়াও অনুষ্ঠানে নাচ ও একে অপরকে উপহার দিয়ে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন। শেষে প্রাক-বড়দিনের কেক কাটা ও আতশবাজি ফোটানো হয়।
এদিকে, নেত্রকোনায় বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা প্রশাসন। এসময় জেলার দুর্গাপুর, কলমাকান্দা, পূর্বধলাসহ বিভিন্ন উপজেলার খ্রিস্টান ধর্মাবলম্বী সংগঠনের লোকজন অংশ নেয়। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।